আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন টাইগাররা

আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৮:৩৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৮:৩৩:৫৮ অপরাহ্ন
আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ খেলতে গতকাল বুধবার আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ভাগে ভাগ হয়ে মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছে লিটন দাসের দল। সকাল ১০ টার ফ্লাইটে চড়ে বাংলাদেশ দলের প্রথম বহর। এই বহরে ছিলেন ১০ জন ক্রিকেটার ও ৭ জন কর্মকর্ত। আর বিকাল ৫টায় আমিরাতের বিমানে বাকিরা। আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে, শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই সিরিজ শেষ করে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। ২৫ মে থেকে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই সিরিজ সময়মতো শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর আগে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যে স্থগিত করা হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। গতকাল মঙ্গলবার নতুন করে পিএসএলের সূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুসারে, ১০ দিন স্থগিত থাকার আগামী ১৭ মে থেকে ফের শুরু হবে এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট। যার ফাইনাল আবার ২৫ মে, অর্থাৎ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর দিন। একইদিনে পিএসএলের ফাইনাল, আবার বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন সম্ভব কি না সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে। এখন শুধু সময়ের অপেক্ষা যে, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net