এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা

আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৬:৪৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৬:৪৫:০১ অপরাহ্ন
রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ উপেক্ষা করে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারির প্রতিবাদে তিন দিনের কলম বিরতির কর্মসূচি ঘোষণা করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংগঠনটি জানায়, আগামী বুধ, বৃহস্পতি এবং শনিবার এনবিআরের আওতাধীন সব দফতরে এই কলম বিরতি পালিত হবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট প্রণয়ন এবং রফতানি কার্যক্রম কলম বিরতির আওতামুক্ত থাকবে। কর্মসূচি ঘোষণা করেন এনবিআরের অতিরিক্ত কাস্টমস কমিশনার সাধন কুমার কুণ্ড। এ সময় আরও বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার মুনালিসা শারমিন স্মুস্মিতা ও কর কমিশনার ফজলে এলাহী। অবস্থান কর্মসূচি চলাকালে এনবিআর চেয়ারম্যান ভবন ত্যাগের সময় উপস্থিত কর্মকর্তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে পরামর্শ কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিল। তারা মনে করেন, অধ্যাদেশ জারির মাধ্যমে এনবিআরের কাঠামো পরিবর্তন করা হলে প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যকারিতা হুমকির মুখে পড়বে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net