হলিউডের আসন্ন থ্রিলারধর্মী ছবি ‘পেপার টাইগার’। সিনেমাটিতে দেখা যাবে রোমাঞ্চকর ও কঠিন বাস্তবতায় ঘেরা একটি গল্প। এতে কাজ করার কথা ছিল অ্যান হ্যাথওয়ের। জানা গেছে, তিনি ছবিটি করছেন না। তার জায়গায় যুক্ত হয়েছেন ‘ব্ল্যাক উইডো’ অভিনেত্রী স্কারলেট জোহানসন। ‘পেপার টাইগার’-এ দেখা যাবে, দুই ভাই আমেরিকান ড্রিমের পেছনে ছুটতে গিয়ে জড়িয়ে পড়ে ভয়ংকর এক ষড়যন্ত্রে। তাদের পরিকল্পনা যখন ভেঙে পড়ে, তখন তারা নিজেদের আবিষ্কার করে সহিংসতা ও দুর্নীতির এক জটিল জগতে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন রুশ মাফিয়ার হাতে পরিবারসহ আটকে পড়ে তারা। দুই ভাইয়ের সম্পর্কেও ফাটল ধরে। শুরু হয় এক স্নায়ুযুদ্ধ। মূলত অ্যান হ্যাথওয়ে ও জেরেমি স্ট্রং এই সিনেমায় অভিনয় করার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে তারা সরে দাঁড়ান। পরবর্তীতে স্কারলেট জোহানসন ও মাইলস টেলারকে যুক্ত করা হয়। ছবিতে আরও থাকছেন অ্যাডাম ড্রাইভার। ছবিটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন জেমস গ্রে। আগামী মাসেই নিউজার্সিতে শুরু হবে এর শুটিং। এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে থাকছেন লি ব্রোডা, জেফ রাইস, রিকার্দো মাডালোসো এবং এমিলি সালভেসন। পাশাপাশি স্কারলেট জোহানসনকে শিগগিরই দেখা যাবে বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন মুভি ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’-এ। ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব হিসেবে ছবিটি মুক্তি পাচ্ছে এই গ্রীষ্মেই। ছবিতে স্কারলেট জোহানসন অভিনয় করছেন গোপন মিশনে প্রশিক্ষিত জোরা বেনেট চরিত্রে।