নাফ নদ থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০২:৫৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০২:৫৮:৫৩ অপরাহ্ন
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদ থেকে গুলি করে বাংলাদেশি তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশের লেদা সীমান্ত সংলগ্ন নাফ নদ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন-হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল হুদা। তিনি বলেন, নাফ নদে মাছ শিকারে যাওয়া আমার এলাকার তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। দুপুরে মাছ শিকারে গেলে আরাকান আর্মি জেলেদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে ধাওয়া করে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় দুশ্চিন্তায় আছে তিন জেলের পরিবার। পূর্ব লেদার লামারপাড়ার জেলে মহিউদ্দিন বলেন, নৌকায় করে বাংলাদেশি তিন জেলে নাফ নদে মাছ শিকার করছিল। দুপুরে হঠাৎ মিয়ানমার থেকে এসে আরাকান আর্মি গুলি চালায়। পরে ধাওয়া করে জেলেদের ধরে নৌকাসহ নিয়ে যায় তারা। এ সময় আশপাশে থাকা জেলেরা পালিয়ে আসেন। এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net