রংপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০২:৫৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০২:৫৭:৪২ অপরাহ্ন
রংপুর প্রতিনিধি রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বুড়াইল ব্রিজ এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গত রোববার রাত ২টার দিকে রংপুর-কুড়িগ্রাম ও লালমনিরহাট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মাহমুদ গ্রামের নিবারণ চন্দ্রের ছেলে সঞ্জয় চন্দ্র (২৭) ও একই উপজেলার মাস্টারপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৪০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা শাহ আলী পরিবহন নামে একটি বাস মীরবাগ বুড়াইল ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে খাদে ফেলে দিয়ে চালক ও হেলপার পালিয়ে যান। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ এর সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net