আন্দ্রে আডেমসকে গুডবাই বলে দেওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন পেস বোলিং কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছিল। সাম্ভাব্য তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার শন টেইট ও পাকিস্তানের উমর গুল। আলোচনা শেষে বিসিবি টেইটকেই বাংলাদেশ জাতীয় দলের জন্য নির্বাচিত করেছে। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করবেন ৪২ বছর বয়সী অস্ট্রেলিয়ান এই কোচ। সাবেক নিউ জিল্যান্ড পেসার আন্দ্রে অ্যাডামসের কাজের ধরণে সন্তুষ্ট না হওয়ায় চুক্তির আগে তাকে বিদায় করেছে বাংলাদেশ। দুই পক্ষের সমঝোতাতেই আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এই অধ্যায়। টেইট এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের এবং আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ লিগ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ-স্তরের লিগ এবং প্রতিযোগিতায় কোচিংয়ে ভূমিকা পালন করেছেন। গত বছর বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন। যেই দলের হয়ে ২০১২-১৩ সংস্করণে খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুততম বোলার টেইট ২০০৭ সালে অস্ট্রেলিয়ার আইসিসি ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন। অস্ট্রেলিয়াকে সব ফরম্যাট মিলিয়ে ৫৯ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। বিপিএলে কাজ করার সময় বাংলাদেশ দলের দায়িত্ব পেতে আগ্রহ দেখিয়েছিলেন টেইট। সেই আশা পূরণ হওয়ায় উচ্ছ্বসিত তিনি, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সাথে জড়িত হওয়ার জন্য এখনই ভালো সময়। আমি মনে করি, নতুন যুগের শুরুর সময়। সম্প্রতি অনেকবার কথা বলা হয়েছে - এখানের ফাস্ট বোলারদের সাথে তরুণ প্রতিভার কথা - যা দুর্দান্ত। এটা আন্তর্জাতিক ক্রিকেট, উন্নয়ন করার জায়গা নয় এবং সবাই আশা করে যে প্রতিভাবানরা ফলাফল আনবে। এজন্য আমাদেরকে খুব বেশি মনোযোগী হয়ে কাজ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন আমরা আরো বেশি ম্যাচ জিততে পারি।’ প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করতে মুখিয়ে টেইট, ‘ফিল সিমন্সের সাথে কাজ করার সুযোগ পাওয়াটাও সমানভাবে রোমাঞ্চকর এবং আমি সামনের যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।