৭৮ জনকে পুশইন ভারতের নৌবাহিনীর

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৪:১৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৪:১৯:২১ অপরাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িতে ভারত থেকে ৭৮ জনকে পুশইন করা হয়েছে। পুশইন করা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গত শুক্রবার রাতে তাদের ভারতের নৌবাহিনী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাড়ির কাছে নামিয়ে দেয়। এদিকে গতকাল রোববার সকালে মংলা স্টেশনে নিয়ে যায় কোস্টগার্ড। রাতে মংলা থেকে বাসযোগে শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড মিডিয়া বিভাগ। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ অফিসার মশিউর রহমান জানান, তারা ফরেস্ট স্টেশনে এসে আশ্রয় নেয়। তাদেরকে তাৎক্ষণিক খাবার, ঔষধসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করে বন বিভাগ, শ্যামনগর উপজেলা প্রশাসন, রিভারাইন বর্ডারগার্ড-আরবিজিবি। ৭৮ জনই অসুস্থ, তবে এদের মধ্যে তিনজন গুরুতর অসুস্থ। এসব ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাভাষী। এরা বাংলাভাষী হলেও বাংলাদেশি কিনা জানতে চাইলে রেঞ্জ অফিসার মশিউর রহমান জানান বিষয়টি অধিকতর তদন্ত করছে কোস্টগার্ড। জানা যায়, ভারতের গুজরাটের বস্তিতে বসবাস করত তারা। বৈধ নাগরিকত্ব দেখাতে না পারার কারণে তাদেরকে পুশইন করা হয়েছে। খবর পেয়ে মংলা কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। বন বিভাগ তাদেরকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। কোস্টগার্ড মিডিয়া উইং জানায়, রাতে কোস্টগার্ড ৭৮ জনকেই শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net