
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পৃথক এলাকা থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকা থেকে বৃদ্ধের এবং কুতুবপুর বাজার থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শিবচর থানার ওসি রতন শেখ। ওসি বলেন, সকালে শেখপুর এলাকার একটি বাগানের গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে ওই এলাকার বাসিন্দা আইনাল হকের (৫০) মরদেহ। অন্যদিকে কুতুবপুর বাজারে একটি ফার্নিচারের দোকান থেকে উদ্ধার করা হয়েছে ১৬ বছর বয়সী ইমন মোড়লের। ইমন কুতুবপুর ইউনিয়নের ছিটুখা মুন্সীর কান্দি গ্রামের ইদ্রিস মোড়লের ছেলে। স্বজনদের দাবি জেরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে এই কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওসি রতন শেখ বলেন, দুইটি ঘটনাতেই প্রাথমিকভাবে ধারনা করছি, পারিবারিক কলহের জেরে সেগুলো ঘটেছে। তবে পুলিশ এগুলো আত্মহত্যা নাকি হত্যা তা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।