পঞ্চগড় ঢাকা আন্তঃনগর ট্রেন যাত্রীদের মাঝে ছিনতাই আতঙ্ক

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ১১:৫৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১১:৫৯:৪৭ অপরাহ্ন
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড় ঢাকা আন্ত.নগর ট্রেন যাত্রীদের মাঝে চিন্তায় আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, গত শুক্রবার পঞ্চগড় রেলস্টেশন থেকে ফিরে আসা ঢাকা গামী একতা এক্সপ্রেস আক্কেলপুর স্টেশন ক্রস করলে সান্তাহার স্টেশন এর মাঝামাঝি ভাঙ্গা ব্রিজ নামক এলাকায় রাত অনুমান ২.৩০ টায়  ঠ নং বগির গাড়ীতে নিপা নামে মহিলা যাত্রীর স্বর্ণের চেইন গলা থেকে ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে  লাফিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী জানায় দিনাজপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি স্থানে বাড়িতে থাকা  ছিনতাইকারি দল  আমার পাশে দাঁড়িয়ে ছিল আমি কিছু বুঝে ওঠার আগেই বলা থেকে চ্যাম্পি চিনে নিয়ে পালিয়ে যায়। আমি চিৎকার করলে কিছুক্ষণ পরে পুলিশ এসে ঘটনাটি জানেন এবং নিজে কেন সতর্ক থাকিনি বলে জানান।
এ সময় পাশের ছিটে থাকা রিফাত নামে এক যুবক ফেসবুকে পোস্ট করলে পুলিশ তাকে শাসিয়ে যান। ছেড়ে আসার পর নাটর স্টেশন পার হলে পরে স্টেশন আসার আগে গাড়ি স্লো হলে বাহির থেকে আরেক আরেক ছিনতাইকারি দল অপর পাশে মহিলা যাত্রীর ভেনেটি ব্যাগ নিয়ে নেয়ার চেষ্টা করে।  কিন্তু  হাজবেন্ড পাশে থাকায় ব্যক্তি নিতে পারে নাই। রাত ৪ টার সময় রেলওয়ে পুলিশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন এসে ঘটনাটি শুনেন। এই কর্মকর্তা জানান আমরা বরাবরের যাত্রীদেরকে সতর্ক থাকতে বলি এবং মানসম্মান আমি যে দায়িত্বে রাখতে বলি। কিন্তু স্বল্প জনবল দিয়ে বাড়িতে থাকা ১৫টি বগি আমাদের নজরে রাখা সম্ভব হয় না।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net