আড়ানী হাটে দেড় কেজি ওজনের লাউ সাড়ে ৩ টাকা

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ১১:৫৮:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১১:৫৮:৪১ অপরাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘা উপজেলার আড়ানী হাটে এক থেকে দেড় কেজি ওজনের এক পিচ লাউ সাড়ে ৩ টাকায় পাইকারী হিসেবে ক্রয় করতে দেখা গেছে। গত শনিবার আড়ানী আহেলে হাদিস জামে মসজিদের সামনে এই লাউ ক্রয় করেন স্থানীয় মহন আলী নামের এক ব্যবসায়ী।
জানা গেছে, আড়ানী পৌরসভার গোচর, কুশাবাড়িয়া, হামিদকুড়া, নুরনগর, বেড়েরবাড়ি, শাহাপুর, চকসিংগা, চকরপাড়া, পিয়াদাপাড়া এলাকায় প্রচুর পরিমানে লাউ চাষ হয়। এই লাউ প্রতি শনিবার ও মঙ্গলবার আড়ানী হাটে চাষিরা বিক্রি করে। হটাৎ করে শনিবার হাটে এক থেকে দেড় কেজি ওজনের প্রতিপিচ লাউ সাড়ে ৩ টাকায় বিক্রি হয়েছে। গত মঙ্গলবারের হাটে এই লাউ ১৫-১৮ টাকায় প্রতিপিচ বিক্রি হয়েছে বলে ক্রেতারা জানান। তবে খুরচা হিসেবে এই লাই প্রতিপিচ ১০-১৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। এ বিষয়ে ব্যবসায়ী মহন আলী বলেন, শনিবার হাটে ঢাকা থেকে যে ব্যাপারি আসতেন তারা আসতে পারেনি। এ কারনে দাম পড়ে যায়। দাম কম হওয়ায় আমি কম দামে কিছু লাউ ক্রয় করে ঢাকায় চালান দিয়েছি। লাভ হবে কী না জানিনা। গোচর গ্রামে লাউ চাষি মাহাতাব আলী বলেন, হটাৎ দাম কমে গেছে। ইচ্ছা থাকার পরও বেশি দামে বিক্রি করতে পারছিনা। কিনার লোক না থাকায় কম দামে বিক্রি করতে হয়েছে। আগামী মঙ্গলবার হাটে কী হবে জানিনা। উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এলাকায় প্রচুর পরিমানে লাউ চাষ হয়েছে। এ দামে লাউ বিক্রি হয়েছে, তা আমার জানা নেই।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net