হাসিনাকে প্রধানমন্ত্রী লিখে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১২:২২:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১২:২২:২৮ পূর্বাহ্ন
খুলনা প্রতিনিধি
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালানোর ৯ মাস পরও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে একটি আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার খুলনার দৈনিক দেশ সংযোগ পত্রিকায় ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়। পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। এ নিয়ে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষুব্ধ হয়েছেন। সমালোচনা হয়েছে খুলনাজুড়ে। এমনকি ওই পত্রিকার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, মাগরিবের নামাজের কিছু সময় পর ৩০/৪০ জনের একটি দল এসে অফিসের শাটারের তালা ভেঙে টেবিল-চেয়ারসহ অন্যান্য মালামাল ও পত্রিকা রাস্তায় বের করে ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়। পরে পাশের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে তা জানা যায়নি। গত বৃহস্পতিবারের দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরের শিরোনাম করা হয়, ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’। এনায়েতের মৃত্যু স্ট্রোকে হলেও খবরে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের নির্যাতনের শিকার হয়ে আত্মগোপনে থাকা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এ নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল সরব। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোও বিষয়টি নিয়ে বেশ তৎপর ছিল। বিকেল থেকে অফিসটি তালাবদ্ধ দেখা যায়। পত্রিকাটির সম্পাদক ও নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ একটি মামলায় কারাগারে ছিলেন। তবে কিছুদিন আগে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net