ময়মনসিংহে হত্যার আসামির ছুরিকাঘাতে যুবক খুন

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১২:২১:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১২:২১:২৫ পূর্বাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে হত্যা মামলার এক আসামির ছুরিকাঘাতে এক যুবকের প্রাণ গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। গত বৃহম্পতিবার রাত ৯টার দিকে নগরীর আকুয়া মড়লবাড়ি গন্দ্রপা মালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান। নিহত ৩৫ বছর বয়সী ইয়াসিন আলী স্বপন ওই এলাকার রজব আলীর ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি আনন্দ মোহন কলেজের অ্যাকাউন্টিং বিভাগের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। পাশাপাশি ওই এলাকায় মুদি দোকান চালাতেন তিনি। পুলিশ ও স্থানীয়রা বলেন, ২০২২ সালে ইয়াসিন আলী স্বপনের চাচা পারভেজকে দিলীপ ও তার সহযোগীরা হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় দিলীপ কারাগারে ছিলেন। আনুমানিক এক বছর আগে জামিনে ছাড়া পান তিনি। এরপর থেকে মাদক ব্যবসা ও এলাকায় এক আতঙ্কের নাম ছিলেন দিলীপ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্বপনের দোকানের সামনে আমির হোসেন নামের একজনকে দিলীপ ও তার সহযোগীরা কুপিয়ে আহত করে। এ সময় স্বপন দোকান থেকে বের হলে দিলীপ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে স্বপন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আমিরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওসি শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net