সাড়ে ৯ লাখ ডলারে মেসির ন্যাপকিন পেপার বিক্রি

আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ১১:০৪:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ১১:০৪:১৯ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক
ধারণা করা হচ্ছিল, তিন থেকে পাঁচ লাখ পাউন্ডের মধ্যে উঠতে পারে দর। কিন্তু লিওনেল মেসির ছোঁয়া আছে যেখানে, সেটি তো অনুমানকে ছাড়িয়ে যেতেই পারে! মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির সেই ন্যাপকিন পেপার নিলামে শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ৭ লাখ ৬২ হাজার ৪০০ পাউন্ড বা ৯ লাখ ৬৯ হাজার ডলারে। গত বুধবার শুরু হওয়া নিলাম শেষ হয় শুক্রবার।
আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ‘বোনহ্যামস’ এরপর জানায় চোখধাঁধানো অঙ্কে ন্যাপকিন পেপারটি বিক্রির খবর। এক টুকরো ন্যাপকিন পেপার কীভাবে এতটা অসামান্য ও মহামূল্য হয়ে উঠল, নিলাম শেষে সেটিই আরেকবার মনে করিয়ে দিলেন বোনহ্যামস নিউ ইয়র্কের ‘ফাইন বুকস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্টস’ বিভাগের প্রধান ইয়ান ইলিং। “হ্যাঁ, এটি স্রেফ একটি ন্যাপকিন পেপার। কিন্তু এটি খুবই বিখ্যাত ন্যাপকিন, যেখানে লিওনেল মেসির ক্যারিয়ারের সূচনালগ্ন মিশে আছে।”
“এই ন্যাপকিন মেসির জীবন বদলে দিয়েছে, বার্সেলোনার ভবিষ্যৎ বদলে দিয়েছে এবং বিশ্বজুড়ে কোটি কোটি ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net