জন্ম লিভারপুলে। বেড়ে ওঠেছেন এই শহরের আকাশে-বাতাসেই। ছোটবেলা থেকেই ছিলেন লিভারপুলের ডেরায়। যে কারণে ক্লাবটির সঙ্গে সখ্যতাও অনেক বেশি। তবে লিভারপুলের সঙ্গে সেই সখ্যতা ও সম্পর্ক আর থাকছে আলেক্সান্ডার ট্রেন্ট আরনল্ডের। ক্লাবটির সিনিয়র দলে প্রায় ১০ বছরের ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিয়েছেন ২৬ বছর বয়সী এই ইংলিশ তারকা। গতকাল সোমবার চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন আরনল্ড নিজেই। লিভারপুলের সঙ্গে এই মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আলনল্ডের। তারকা মিডফিল্ডার ও রাইট ব্যাকের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে কোনো আলোচনা করেনি লিভারপুল। যদিও মোহাম্মদ সালাহ ও ভিরগিল ফন ডাইকের সঙ্গে নতুন চুক্তি করেছে ক্লাবটি। যে কারণে কেউ কেউ ধারণা করছেন, অভিমান করেই হয়তো ক্লাব ছেড়েছেন আরনল্ড। আবার কারো কারো ধারণা, আগে থেকেই রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা চলছিল আরনল্ডের। যে কারণে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আগ্রহ দেখাননি তিনি। তার সম্ভাব্য রিয়ালই। লিভারপুল ছাড়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আরনল্ড লিখেন, ‘আমার জন্য এটি সহজ সিদ্ধান্ত ছিল না। অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি। এখানে ২০ বছর কাটিয়েছি। প্রতিটি মিনিট এখানে ভালোবাসার। আমার স্বপ্ন সবকিছু এখানেই অর্জন করেছি।’ তিনি আরও লেখেন, ‘২০ বছর ধরে এখানে আমি সবকিছু দিয়েছি। এখন একটা জিনিস বুঝতে পারছি যে, একজন খেলোয়াড় হিসেবে পরিবর্তন ও নতুন চ্যালেঞ্জ নেওয়া দরকার। আমার মনে হয়েছে, এটিই সঠিক সময়।’ ১৯৯৮ সালে জন্ম নেওয়া আরনল্ড ২০০৪ সালে যোগ দেন লিভারপুলের ইয়ুথ ক্লাবে। এক টানা ২০১৬ সাল পর্যন্ত ইয়ুথ ক্লাবেই ছিলেন তিনি। পাশাপাশি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলগুলোতেও খেলেছেন। ২০১৬ সালে লিভারপুলের সিনিয়র ক্লাবে অভিষেক হয় আরনল্ডের। এরপর অল রেডদের হয়ে ২৫৭ ম্যাচ খেলেন এই মিডফিল্ডার কাম রাইট-ব্যাক। গোল করেন ১৮টি। ক্লাবটির হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও দুটি লিগ কাপ জিতেছেন আরনল্ড।