
রাজধানীর খিলক্ষেতে চলন্ত ট্রেনের ছাদে সেলফি তোলার সময় নিচে পড়ে অজ্ঞাতপরিচয় (১৫) এক কিশোরের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, গত শনিবার দুপুর ২টার দিকে খিলক্ষেত এলাকার ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা ওই কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল। এখনো তার পরিচয় মেলেনি। তবে প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।