
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
গত সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। দণ্ডপ্রাপ্তরা হলেন : ১. মো. আব্দুল কাদির মড়ল ২. মো. নজরুল ইসলাম, ৩. আবুল হাসিম বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, গণেশ্বরী নদী থেকে ড্রেজার বা যান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
গত সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। দণ্ডপ্রাপ্তরা হলেন : ১. মো. আব্দুল কাদির মড়ল ২. মো. নজরুল ইসলাম, ৩. আবুল হাসিম বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, গণেশ্বরী নদী থেকে ড্রেজার বা যান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।