সাতটি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র

দাম আড়াই হাজার কোটির বেশি

আপলোড সময় : ০১-০৫-২০২৫ ১১:৫৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৫ ১১:৫৫:০৮ অপরাহ্ন
গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে এখন পর্যন্ত সাতটি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এসব ড্রোন ভূপাতিত করেছে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার (২৮ এপ্রিল) এ তথ্য জানান মার্কিন এক কর্মকর্তা। একই দিন দেশটির নৌবাহিনী জানায়, তাদের বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে একটি বিমান পড়ে গেছে। যেটির দাম বাংলাদেশি অর্থে ৮১০ কোটি টাকার বেশি। অপরদিকে ইয়েমেনে যেসব ড্রোন ভূপাতিত হয়েছে সেগুলোর একেকটির দাম ৩০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি অর্থে ৩৬৫ কোটি টাকা। সে হিসেবে সাতটি ড্রোন হারানোর মাধ্যমে তাদের ২ হাজার ৫৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মার্চের মাঝামাঝি সময় থেকে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র। এতে এমকিউ-৯ রিপার ড্রোন ব্যবহার করা হয়। এগুলো দিয়ে মূলত ‘অনুসন্ধান’ চালানো হয়। সঙ্গে উচ্চক্ষমতাসম্পন্ন এসব ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে হামলাও চালানো যায়। নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, গত ১৫ মার্চ থেকে সাতটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net