
কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর উসকানিমূলক ও সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু ছড়ানোর অভিযোগে ভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এসব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, ভারত সরকার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকেও সতর্কবার্তা পাঠিয়েছে। নিষিদ্ধ চ্যানেলগুলোর মধ্যে রয়েছে ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ ও সুনো নিউজ। পাশাপাশি সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট এবং রাজি নামা চ্যানেলও নিষিদ্ধের তালিকায় রয়েছে। সরকারি সূত্র জানায়, এসব ইউটিউব চ্যানেল ভারত, এর সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার করছিল। বিশেষ করে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের টানাপোড়েনের মধ্যে এগুলোর কার্যক্রম আরও সক্রিয় হয়ে ওঠে। এখন কেউ এসব চ্যানেলে প্রবেশ করতে চাইলে দেখতে পাচ্ছেন- জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত সরকারি আদেশের কারণে এই চ্যানেলটি বর্তমানে এই দেশে পাওয়া যাচ্ছে না।
এদিকে, ভারত সরকার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকেও সতর্কবার্তা পাঠিয়েছে। বিবিসির এক প্রতিবেদনের শিরোনাম ছিল, কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর ভারতীয়দের ভিসা স্থগিত করেছে পাকিস্তান। ভারতীয় কর্তৃপক্ষের মতে, এই শিরোনাম পাঠকদের বিভ্রান্ত করতে পারে ও ভারতের বিরুদ্ধে নেতিবাচক বার্তা দিতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগ বিবিসির ভারতের প্রধান জ্যাকি মার্টিনের কাছে দেশের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামের বৈসরান তৃণভূমিতে ছুটি কাটাতে আসা পর্যটকদের ওপর হামলা চালান বন্দুকধারীরা। এতে ২৬ জন নিহত হন। এ ঘটনায় ভারত ও পাকিস্তান একে অপরকে দোষারোপ করছে। এনডিটিভি জানিয়েছে, পহেলগাম হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার সন্দেহে ভারত কড়া পদক্ষেপ নিয়েছে। সিন্ধু জল চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে নয়াদিল্লি। জবাবে ইসলামাবাদ বলেছে, সিমলা চুক্তিসহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার অধিকার তাদের রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার নিন্দা জানিয়ে বলেছেন, হামলায় জড়িতরা এমন শাস্তি পাবে যা তারা কল্পনাও করতে পারবে না। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: এনডিটিভি
এদিকে, ভারত সরকার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকেও সতর্কবার্তা পাঠিয়েছে। বিবিসির এক প্রতিবেদনের শিরোনাম ছিল, কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর ভারতীয়দের ভিসা স্থগিত করেছে পাকিস্তান। ভারতীয় কর্তৃপক্ষের মতে, এই শিরোনাম পাঠকদের বিভ্রান্ত করতে পারে ও ভারতের বিরুদ্ধে নেতিবাচক বার্তা দিতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগ বিবিসির ভারতের প্রধান জ্যাকি মার্টিনের কাছে দেশের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামের বৈসরান তৃণভূমিতে ছুটি কাটাতে আসা পর্যটকদের ওপর হামলা চালান বন্দুকধারীরা। এতে ২৬ জন নিহত হন। এ ঘটনায় ভারত ও পাকিস্তান একে অপরকে দোষারোপ করছে। এনডিটিভি জানিয়েছে, পহেলগাম হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার সন্দেহে ভারত কড়া পদক্ষেপ নিয়েছে। সিন্ধু জল চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে নয়াদিল্লি। জবাবে ইসলামাবাদ বলেছে, সিমলা চুক্তিসহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার অধিকার তাদের রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার নিন্দা জানিয়ে বলেছেন, হামলায় জড়িতরা এমন শাস্তি পাবে যা তারা কল্পনাও করতে পারবে না। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: এনডিটিভি