
সবাইকে অবাক করে দিয়ে ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রুশ বাহিনী এখনো তার দেশের ওপর কামানের গোলাবর্ষণের পাশাপাশি হামলা চালিয়েই যাচ্ছে। খবর এএফপির। গত শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ৩০ ঘণ্টার এই যুদ্ধবিরতির ঘোষণা গত তিন বছর ধরে চলতে থাকা যুদ্ধে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ সেনারা ঘোষিত যুদ্ধবিরতির সময়েও ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। ভোর ৬টার সময় ইউক্রেনের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ওলেকসান্দর সিরস্কির পাঠানো একটি প্রতিবেদনের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, বিভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে রুশ বাহিনীর গোলাবর্ষণের ৫৯টি ঘটনাসহ পাঁচটি সম্মুখ হামলার খবর পাওয়া গেছে। জেলেনস্কি বলেন, মধ্যরাতের পর থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ৩৮৭টি গোলাবর্ষণ ও ১৯টি হামলার ঘটনা ঘটিয়েছে রুশ বাহিনী। এছাড়া ২৯০ বার ড্রোন হামলাও চালানো হয়েছে। যদিও গতকাল রোববার সকাল থেকে ইউক্রেনের আকাশে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়নি বলে জানিয়েছে বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘সর্বোপরি, ইস্টার সানডের সকালে রুশ সেনাবাহিনী যুদ্ধবিরতির একটি সাধারণ ধারণা তৈরি করে দেখাতে চাইছে। যদিও বিচ্ছিন্ন কিছু এলাকায় রুশ বাহিনী এখনো এগিয়ে আসছে এবং ইউক্রেনের ক্ষতি করার চেষ্টা করছে। ইউক্রেন যেকোনো হামলার সমুচিত জবাব দেবে।’ অন্যদিকে, পূর্ব ইউক্রেনে রাশিয়ার দখল করা এলাকার শহর ও গ্রামগুলোতে ইউক্রেনের সেনারা যুদ্ধবিরতি ভেঙে গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন রুশ কর্মকর্তারা। রাশিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, রাশিয়ার দখল করা দোনেৎস্ক শহরে বিস্ফোরণের শব্দ ও আগুন দেখা গেছে। মস্কো ও কিয়েভকে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের পরপরই ইস্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতির এই ঘোষণা এসেছিল। তবে ওয়াশিংটন হুমকি দিয়েছে যে, আলোচনায় অগ্রগতি না হলে তারা এই প্রক্রিয়া থেকে সরে যাবে।