
খ্রিষ্ট ধর্মীয় উৎসব ‘ইস্টার’ উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন গতকাল রোববার সকালে দোনেৎস্কে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সূত্রের বরাতে বার্তা সংস্থা তাস জানিয়েছে, শহরের বুদেনভস্কি জেলার এলিভেটরনায়া স্ট্রিটের কাছে এই হামলা হয়েছে। কমপক্ষে তিনটি বিস্ফোরণে শহর কেঁপে ওঠে। ডোনেটস্ক পিপল রিপাবলিকের (ডিপিআর) প্রধান এবং প্রশাসনের প্রতিবেদন অনুসারে, ইউক্রেনীয় সেনাবাহিনী গোরলোভকাতেও আক্রমণ করেছে। শহরটিতে চারটি কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে এক বৈঠকে ২১ এপ্রিল রাত মধ্যরাত পর্যন্ত ‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণা করেন। তিনি কিয়েভকেও একই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানান। এদিকে, বিরতির সময়সীমার মধ্যে ইউক্রেনেও ‘অভিযান’ চলছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার এক্স-পোস্টে তিনি লেখেন, পুতিনের পক্ষ থেকে ৩০ ঘণ্টা হামলা না চালানোর ঘোষণা দেওয়া হলেও রাশিয়ার কুরস্ক অঞ্চল এবং বেলগোরোদে লড়াই অব্যাহত আছে। এমনকি ইউক্রেনের বিভিন্ন স্থানে এখনো রুশ ড্রোন উড়ছে। যদিও কিছু এলাকায় লড়াই বন্ধ রয়েছে। তিনি বলেন, রাশিয়া যদি এখন হঠাৎ করে পূর্ণ ও নিঃশর্ত নীরবতার কাঠামোয় যেতে প্রস্তুত হয়, তবে তার দেশ যুদ্ধবিরতি মেনে চলবে। সেই সঙ্গে জেলেনস্কি ‘যুদ্ধবিরতির’ মেয়াদ বাড়ানোর পরামর্শ দেন।