
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য, যার মাধ্যমে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারি। তিনি আরও বলেন, বিএনপি সুনির্দিষ্ট মতামত দিয়েছে, ভিন্ন মত নিয়ে আলোচনা করতে চাই। গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষ অবগত। তাদের ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত সাক্ষাতের সময় এসব কথা বলেন আলী রীয়াজ। আলোচনার সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল। অতীতের অনেক বিজয় ধরে রাখতে পারিনি। কমিশন ও সরকারকে সহযোগিতা করছি বিজয় যাতে হাতছাড়া না হয়। তিনি আরও বলেন, দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই। আমরা ভালো চাই, কিন্তু খুব বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্তিমিত না হয়ে যায়। তিনি উল্লেখ করেন, সবকিছুর মূলে জনগণ, জনগণের সম্মতিতে যেন সব হয়। তিনি বলেন, ঐকমত্যে জুলাই সনদ না হলেও বিএনপি’র “৩১-দফা” সনদ আছে। সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ৩১ দফা তৈরি করেছিল। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক শুরু হয়েছে সকাল ১০টা ৪০ মিনিটে। বৈঠকে আরও উপস্থিত আছেন— স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থান সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।