
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সুমি শহরে রাশিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ডজনখানেক বেসামরিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, হামলাটি এমন এক দিনে ঘটেছে, যেদিন মানুষ গির্জায় যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সুমির কার্যনির্বাহী মেয়র আর্তেম কোবজার দাবি করেছেন, হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। রয়টার্স রাশিয়ান কর্তৃপক্ষের মন্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করছে। ইউক্রেনের সেন্টার ফর কাউন্টারিং ডিজইনফরমেশন পরিচালক আন্দ্রি কোভালেঙ্কো বলেন, এই হামলাটি যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের মস্কো সফরের পরপরই ঘটেছে — যা তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে, উইটকফ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি শহরের কেন্দ্রস্থলে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। জেলেনস্কি একে ‘ভয়াবহ’ হামলা বলে আখ্যা দিয়েছেন। বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই হামলার বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানানো দরকার। রাশিয়া এই ধরনের সন্ত্রাসই চায় এবং যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়।