
কর্মকর্তা, কর্মচারীদের সমন্বয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন বিষয়ক সভা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল বৃহস্পতিবার রাজউক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার (অব.) বলেন, অভিযোগ প্রতিকার ব্যবস্থায় নগরবাসীর নানাবিধ অভিযোগ প্রতিকারে রাজউক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পাশাপাশি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে রাজউক। এ বিষয় আমাদের অভিযোগ প্রতিকারে রাজউকের কর্মকর্তা-কর্মচারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, রাজউকের কর্মকর্তা, কর্মচারীরা অত্যন্ত দক্ষ, মেধাবী ও শিক্ষিত। তারা নগরবাসীকে একটি বাসযোগ্য, টেকসই নগরী উপহার দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে অভিযোগ নিষ্পত্তিকে প্রাধিকার দিতে হবে এবং নিয়মবহির্ভূত, নকশাবহির্ভূত ইমারতের ক্ষেত্রে দ্রুত ও কার্যকরী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের লক্ষ্য নগরবাসীকে একটি সুন্দর নগরী উপহার দেয়া। এজন্য রাজউকের নিয়মতান্ত্রিক কার্যক্রম এবং পরিদর্শন কার্যক্রমের পরিধি এবং আওতা বৃদ্ধি করতে হবে। সভায় রাজউকের সকল পরিচালক, অথরাইজড অফিসার, ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, রাজউকের কর্মকর্তা, কর্মচারীরা অত্যন্ত দক্ষ, মেধাবী ও শিক্ষিত। তারা নগরবাসীকে একটি বাসযোগ্য, টেকসই নগরী উপহার দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে অভিযোগ নিষ্পত্তিকে প্রাধিকার দিতে হবে এবং নিয়মবহির্ভূত, নকশাবহির্ভূত ইমারতের ক্ষেত্রে দ্রুত ও কার্যকরী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের লক্ষ্য নগরবাসীকে একটি সুন্দর নগরী উপহার দেয়া। এজন্য রাজউকের নিয়মতান্ত্রিক কার্যক্রম এবং পরিদর্শন কার্যক্রমের পরিধি এবং আওতা বৃদ্ধি করতে হবে। সভায় রাজউকের সকল পরিচালক, অথরাইজড অফিসার, ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।