জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’ থেকে চিরতরে সরে যেতে চলেছেন এসিপি প্রদ্যুমন চরিত্রের অভিনেতা শিবাজি সাতম। আর এ খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকের। তবে তার পরিবর্তে আসছে নতুন এক এসিপি। ভারতীয় গণমাধ্যমসুত্রে খবর, ‘সিআইডি’ সিজন টু-তে মারা যাবেন এসিপি প্রদ্যুমন। বোমা বিস্ফোরণের দৃশ্যে নাকি প্রদ্যুমনের মৃত্যু হবে, এমনটিই জানিয়েছে নির্মাতারা। এরপর শোনা যাচ্ছে, নতুন এসিপির চরিত্রে ‘সিআইডি’তে আসতে চলেছেন অভিনেতা পার্থ সামথান; যাকে এসিপি আয়ুষ্মানের চরিত্রে দেখা যাবে। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ পার্থ। এবার ‘সিআইডি’-তে এই চরিত্র নিয়ে কাজ করতে বেশ আশাবাদীও অভিনেতা। এসিপি আয়ুষ্মানের চরিত্রে কাজের প্রস্তাব পেয়েই জানালেন, এটি অনেক বড় দায়িত্ব তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার কাছে অফার এসেছে। প্রথমে ভয় পাচ্ছিলাম এই ভেবে, প্রস্তাব গ্রহণ করব কি না। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করেছি। প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইছিল না। সবাই ধরেই নিয়েছিল আমি মশকরা করছি। তবে যাই হোক, আমি এই সুযোগ কিছুতেই হাতছাড়া করব না।’ আর পাঁচজনের মতো পার্থ’র কাছেও ‘সিআইডি’ একটি আইকনিক শো। প্রস্তাব পেয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতা। বলেন, ‘এসিপি প্রদ্যুমন একটি কালজয়ী চরিত্র। এসিপি অংশুমান সেই চরিত্রকে রিপ্লেস করবে সিরিয়ালে। কম বড় কথা নয়। আমার ওপর অনেক দায়িত্ব। এমন একটি আইকনিক শো-এর অংশ হতে পারলে নিজেকে সৌভাগ্যবান বলে মনে হবে আমার।’ এদিকে অভিনেতা শিবাজি সাতম এর ‘সিআইডি’ ছাড়ার খবরে তোলপাড় বিনোদন জগৎ। সনি এন্টারটেইনমেন্ট তার এই বিদায়ের খবর প্রকাশ করে লিখেছে- ‘ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- ‘রেস্ট ইন পিস এসিপি।’ ১৯৯৮ সাল থেকে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয় ‘সিআইডি’। ২০ বছর অতিক্রম করার পর ২০১৮ সালে শেষ হয় প্রথম সিজন। ২০২৪ সালে ফিরে আসে ‘সিআইডি’। নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মেও স্ট্রিম হয়।