বিদায়ের পর কোহলিকে কেউ খুজে পাবে না

আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ১২:৪০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ১২:৪০:১৭ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক
ভিরাট কোহলির ধ্যান-জ্ঞান জুড়ে কেবলই ক্রিকেট। তবে, একটা সময় আসবে যখন প্রিয় খেলাটি ছাড়তে হবে, জানেন ভারতীয় গ্রেট। সেই শেষের আগ পর্যন্ত মন ভরে খেলতে চান তিনি, রাখতে চান না কোনো অতৃপ্তি। তারপর? মজা করে তিনি বললেন, একবার বিদায় বলে দিলে লম্বা সময় তাকে কেউ খুঁজেই পাবে না। ২০০৬ সাল থেকে পেশাদার ক্রিকেট শুরু কোহলির। দুই বছর পর তিনি পা রাখেন আন্তর্জাতিক আঙিনায়। সময়ের সঙ্গে নিজেকে গ্রেট ব্যাটসম্যানদের একজন হিসেবে গড়ে তুলেছেন তিনি। তার কাছ থেকে তাই সবার প্রত্যাশাও অনেক বেশি। ৩৫ বছর বয়সে এসেও নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন কোহলি। চলতি আইপিএলেই যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে রানের স্রোত বইয়ে চলেছেন তিনি। এখন পর্যন্ত ১৩ ম্যাচে এক সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে তার রান ৬৬১। আসরে ৬০০ রানও করতে পারেননি আর কেউ। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার কাছ থেকে দলের প্রত্যাশা অনেক। ধারাবাহিকভাবে নিজের সেরাটা কীভাবে দিয়ে যাচ্ছেন কোহলি, কোথা থেকে আসে সবসময় ভালো খেলার তাড়না, বেঙ্গালুরুর ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওতে সেটা তুলে ধরার চেষ্টা করলেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net