
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বোমা হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল সোমবার বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় মার্কিন মদদে ইসরায়েলি বোমা হামলা ও গণহত্যা অব্যাহত আছে। ৬ এপ্রিল থেকে এই হামলার তীব্রতা ও ব্যাপকতা আরও বৃদ্ধি করা হয়। বর্বর হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দুনিয়ার শান্তিপ্রিয় মানুষের সঙ্গে আমরাও সংহতি জানাচ্ছি। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাসদ আগামীকাল মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। বাসদের এক বিবৃতিতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সফল করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।