ফতুল্লায় প্রেমিকার ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতার

আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ১২:৩৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ১২:৩৫:২৮ অপরাহ্ন
ফতুল্লায় (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ফতুল্লায় প্রেমিকার (১৭) ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রেমিক তামিম আহম্মেদকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার তাকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করা হয়। তামিম আহমেদ কুমিল্লার তিতাস থানার জগতপুরের খালেক সরকারের ছেলে। এর আগে গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে তামিমকে আসামি করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী কলেজছাত্রী তার পরিবারের সঙ্গে ফতুল্লার ভুইগড়ে ভাড়া বাসায় থেকে নারায়ণগঞ্জের একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখা করেন। অভিযুক্ত আসামি একই এলাকায় ভাড়ায় বসবাস করেন।  তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ এপ্রিল ওই ছাত্রীর পরিবারের লোকজন বাসায় না থাকায় দুপুর ২টার দিকে অভিযুক্ত তামিম সেখানে যান। একপর্যায়ে দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক  হয়। পরে ওই ছাত্রী বিয়ের কথা বললে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জুয়েল জানান, মামলা হয়েছে। অভিযুক্ত আসামি তামিমকে বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net