বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে

আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১১:২১:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১১:২১:৫৬ পূর্বাহ্ন
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারীদের জন্য বড় সুখবর। বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য এমএফএস প্ল্যাটফর্মে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একজন গ্রাহক আগের চেয়ে বেশি টাকা ক্যাশ ইন, ক্যাশ আউট ও স্থানান্তর করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে এজেন্ট পয়েন্ট থেকে ব্যক্তিগত হিসাবে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ক্যাশ ইন করা যাবে, যা আগে ছিল ৩০ হাজার টাকা। মাসিক ক্যাশ ইন সীমাও ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। একইভাবে ক্যাশ আউটের সীমাও বাড়ানো হয়েছে। আগে এজেন্ট পয়েন্ট থেকে ব্যক্তিগত হিসাবে দৈনিক সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্যাশ আউট করা যেতো, যা এখন ৩০ হাজার টাকায় উন্নীত হয়েছে। মাসিক ক্যাশ আউট সীমা দেড়লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। এছাড়া, এসব হিসাবে এখন সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত স্থিতি রাখা যাবে, যেখানে আগে সীমা ছিল ৩ লাখ টাকা। পাশাপাশি, লেনদেন সংখ্যার সীমাও প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ গ্রাহকরা ইচ্ছেমতো লেনদেন করতে পারবেন। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের ঝুঁকি বিবেচনায় এসব সীমার কম নির্ধারণ করতে পারবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এ সিদ্ধান্তে মোবাইল ব্যাংকিংয়ের পরিসর আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য এটি সুবিধাজনক হবে, কারণ লেনদেনের সীমা বাড়লে আর্থিক লেনদেনের গতিও ত্বরান্বিত হবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net