
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার চীন সফরে যাচ্ছেন। এটাই প্রধান উপদেষ্টার প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর। প্রধান উপদেষ্টার চীন সফরকালে সফরসঙ্গী থাকছেন ৫৭ জন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন ও থাইল্যান্ড সফর সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরকালে সফরসঙ্গী থাকবেন ৫৭ জন। প্রধান উপদেষ্টার এই চীন সফর আমাদের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়। পররাষ্ট্র সচিব বলেন, চীন সরকারের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে সরকারি দ্বিপাক্ষিক সফরে যাবেন। বেইজিংয়ে তিনি চীনের রাষ্ট্রপতি শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করছি, তার মধ্যে থাকবে মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সহযোগিতা, গণমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা। এ ছাড়া অর্থনৈতিক, বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি সম্পর্কিত ঘোষণা আসতে পারে। তিনি বলেন, চীনের গ্রেট হলে প্রধান উপদেষ্টা এবং চীনের রাষ্ট্রপতি শি জিংপিংয়ের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সার্বিক বিষয়সমূহ নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ নিয়ে চীনা বিনিয়োগকারীদের অবহিতকরণ এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণের উদ্দেশে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল মোতালেব সরকার, মোহাম্মদ নূরে আলম ও মোহাম্মদ রফিকুল আলম। চীন থেকে ফিরে আসার পর আগামী ৩ এপ্রিল বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি থাইল্যান্ড যাবেন।