বর্ষার মন্তব্যে নিয়ে যা বললেন দীপা

আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১০:৩০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১০:৩০:০৭ অপরাহ্ন
দিন কয়েক আগে ওমরাহ পালন করতে গিয়েছিলেন ঢাকাই চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সেখান থেকে ফিরেই সবাইকে জানিয়ে দেন, আর সিনেমায় কাজ করবেন না তিনি। সঙ্গে বিভিন্ন কারণ দশান নায়িকা। বর্ষা মনে করেন, তাদের সন্তানেরা বড় হলে নায়িকা হিসেবে কীভাবে নেবে, সেই চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে আসার সিদ্ধান্ত নিচ্ছেন। আর বিষয়টি নিয়ে সংবাদ হলে তা নজরে আসে দেশের অনেক তারকাদের। তাদের একজন একসময়ের নন্দিত অভিনেত্রী দীপা খন্দকার। তাই বর্ষার সেই চিন্তাধারাকে কেন্দ্র করে জবাব দিলেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে বর্ষার অভিনয় ছাড়ার সংবাদটি শেয়ার করেন দীপা। এরপর ‘মা নায়িকা, সন্তান কী ভাববে’ বর্ষার এমন চিন্তাধারার জবাবে অভিনেত্রী লেখেন, ‘সেটি অনেক গর্বের বিষয়ই হবে, যদি তোমার সন্তানেরা তোমাকে চিত্রনায়িকা হিসেবে দেখে।’ বলে রাখা ভালো, দীপা খন্দকার নিজেও একজন মা। তারও সন্তান রয়েছে, যারা বড় হচ্ছে।  এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসে সিনেমা ছাড়ার ঘোষণার একপর্যায়ে বর্ষা বলেছিলেন, ‘কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net