আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের

আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১০:৩৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১০:৩৬:৫৪ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের নানা ধরনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি সুস্পষ্টভাবে তাদের অবস্থান ব্যক্ত করেছে। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে এনসিপি তা রুখে দেবে। গতকাল সোমবার নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, এতকিছুর পরে আওয়ামী লীগ আর রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। আমরা সরকারের কাছে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি। নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুলাই আন্দোলনেও নারায়ণগঞ্জের ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার অনেক ভাই বোন আহত হয়েছেন। তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মানুষের প্রত্যাশা, ভালোবাসা এবং সমর্থন নিয়েই নতুন রাজনীতি করতে চাই। এনসিপি তিনটি অ্যাজেন্ডা নিয়ে কাজ করছে। আমরা বলেছি জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের কাঠামোর সংস্কার ও নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলেছি। কারণ আমরা মনে করি বর্তমানের প্রেক্ষাপট ছিল জুলাই আন্দোলন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হলে আমরা আরেকটি ফ্যাসিবাদ যে দেখবো না তার নিশ্চয়তা নেই। নাহিদ বলেন, মানুষ পরিবর্তন চায়। মানুষ চায় না একই অবস্থায় আমরা ফিরে যাই। তবে বিভিন্ন রাজনৈতিক দল পুরোনো বন্দোবস্তের দিকেই যাচ্ছে। সংস্কারে অনেকের অনাগ্রহ। তবে জুলাই আন্দোলনে আমরা যারা ছিলাম আমরা সংস্কারের জন্য কাজ করবো। আমাদের নতুন সংবিধান দরকার। পুরোনো সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ চলতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net