
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরে বাড়ি থেকে স্ত্রী-সন্তানসহ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর থানার গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন জানান। মৃতরা হলেন, টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের চার বছরের সন্তান নাদিয়া আক্তার। পুলিশ বলছে, নাজমুল কোনো কাজ করতেন না এবং তিনি ‘মাদকাসক্ত’ ছিলেন। পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন বলেন, “স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরের দেওয়া বাড়িতে থাকতেন নাজমুল। গত শনিবার রাত ১১টার দিকে তারা ঘুমাতে যান। এ সময় তাদের ঘর ভেতর থেকে আটকানো ছিল। সকালে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে নাজমুলের শ্বশুর ঘরের পেছন দিকের জানালা খুলে মেয়ের জামাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢ়ুকে মেয়ে খাদিজা ও তাদের সন্তান নাদিয়ার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকবাসী। নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। পরিদর্শক ইফতেখার হোসেন বলেন, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নাজমুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।