এএফসির নতুন নিয়মের গ্যাঁড়াকলে বাংলাদেশের ক্লাব

আপলোড সময় : ১৬-০৫-২০২৪ ১১:০০:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৪ ১১:০০:০৪ পূর্বাহ্ন

স্পোর্টস ডেস্ক
গত মৌসুম পর্যন্ত এএফসি দুইটি ক্লাব কম্পিটিশন আয়োজন করত। প্রথমটা হচ্ছে ক্লাব র্যাংকিংয়ে শীর্ষে থাকা দলগুলোকে নিয়ে হতো এএফসি চ্যাম্পিয়নস লিগ, আর নিচের সারির দলগুলোকে নিয়ে হতো এএফসি কাপ। গত মৌসুমের দুটি টুর্নামেন্ট থাকছে না। এখন নতুন আদলে, নতুন মোড়কে ২০২৪-২৫ মৌসুমে নতুন টুর্নামেন্ট আয়োজন করবে এএফসি। বাংলাদেশ থেকে ২টি ক্লাবের পরিবর্তে শুধু ১টি মাত্র ক্লাব খেলতে পারবে। সেটা হচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল প্রাথমিক রাউন্ডে খেলতে পারবে। প্রাথমিক পর্ব পার হতে পারলে গ্রুপ পর্বে খেলবে। নতুন আদলের টুর্নামেন্টে গ্রুপ পর্বে থাকছে না হোম অ্যান্ড অ্যাওয়ে নিয়মটি। গ্রুপ পর্বের খেলা হবে এক সঙ্গে একই ভেন্যুতে। সেটি বাংলাদেশে হতে পারে, অন্য কোনো দেশেও হতে পারে। দুর্ভাগ্যজনক হচ্ছে র্যাংকিংয়ের বিচারে তিন স্তরের টুর্নামেন্টের মধ্যে বাংলাদেশের ক্লাব রয়েছে সবার নিচে, তৃতীয় স্তরের টুর্নামেন্টে। এটির নাম দেওয়া হয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগ। দ্বিতীয় স্তরে রয়েছে চ্যাম্পিয়নস লিগ-টু এবং র্যাংকিংয়ের শীর্ষে থাকা ক্লাব খেলবে প্রথম স্তরে, চ্যাম্পিয়নস লিগ এলিট টুর্নামেন্টে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net