ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ আইপিএলে খেলতে সবসময়ই মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। জাতীয় দলের খেলা বাদ দিয়ে আইপিএলে খেলতে আসেন অনেক তারকাই। এবার পিএসএলে খেলার সুযোগ পেয়েও আইপিএলে নাম লিখিয়েছেন করবিন বশ। এ নিয়ে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। এর কারণ ব্যাখ্যা দিয়েছেন বশ। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এবার পিএসএল ও আইপিএল একই সময়ে চলবে। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশ এবার আইপিএলে খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। স্বদেশি পেসার লিজার্ড উইলিয়ামসের বদলি হিসেবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগে সুযোগ পেয়েছেন এই অলরাউন্ডার। এর আগে গত ১৩ জানুয়ারী লাহোরে অনুষ্ঠিত হয়েছিল পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখানে ডায়মন্ড ক্যাটেগরি থেকে ৩০ বছর বয়সী করবিন বশকে দলভুক্ত করেছিল বাংলাদেশি পেসার নাহিদ রানার দল পেশোয়ার জালমি। এরপর বশকে পিএসএল থেকে নাম প্রত্যাহারের কারণ জানতে চেয়ে লিগ্যাল নোটিশ পাঠায় পিসিবি। এর পরিণতি সম্পর্কেও জানানো হয়েছে তাকে। বশ আইপিএলে খেলার কারণ জানিয়েছেন পিসিবিকে। সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, বশ পিসিবিকে জানিয়েছেন পিএসএলকে অসম্মান করার কোন উদ্দেশ্য ছিল না তার। এই অলরাউন্ডার আরো জানিয়েছেন, নিজের ভবিষ্যতকে প্রাধান্য দিয়ে আইপিএলকে বেছে নিয়েছেন তিনি। মুম্বাইয়ে ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি যাদের অন্যান্য লিগেও দল আছে এমন দলে খেললে নিজের ক্যারিয়ার উপকৃত হবে বলে ধারণা তার। বশের উত্তরের পর এবার পিসিবির তার বিরুদ্ধে যেকোন ব্যবস্থা নিতে পারে। কেউ কেউ বশকে নিষিদ্ধ করার মতো কঠোর শাস্তি দেওয়ার পক্ষে। কেউ কেউ আবার আইপিএলে খেলার জন্য এতো বড় শাস্তি দেওয়ার বিপক্ষে।