সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০১:০৫:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০১:০৫:৫২ পূর্বাহ্ন
আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জাকিয়া তাজিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। তাদের বিরুদ্ধে ব্যাংক থেকে ঋণ নিয়ে না দেওয়া এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে বেক্সিমকো গ্রুপের সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট অতিক্রান্ত হওয়ার বিষয়টি অসৎ উদ্দেশে সুকৌশলে এড়ানোর জন্য জাকিয়া তাজিনের ব্যবসা প্রতিষ্ঠান ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি ইউনিট-২ লিমিটেডের নামে লোন মঞ্জুর করা হয়। মঞ্জুরীপত্রের এলসি শর্তাবলী ভঙ্গ করে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের নাম সর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের কাছ থেকে ৯৮ লাখ ৮২ হাজার ইউএস ডলারের যা বাংলাদেশি মুদ্রায় ৭৬ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকার বিনিময়ে ইনডেক্স পাওয়ার অ্যান্ড অ্যানার্জির (ইউনিট-২) জন্য ড্রইং ও ডিজাইন নিয়ে আসার জন্য এলসি খোলা হয়। ড্রইং ডিজাইনের বদলে কাগজ নিয়ে এসে ৭৬ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকা বিদেশে পাচার করে মানিলন্ডারিং করেছেন। এলসির সেই টাকা ফোর্স লোন ক্রিয়েট করে ইতোমধ্যে আট বছর পার হয়ে গেলেও ব্যাংকের বকেয়া ৩৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা পরিশোধ না করে আত্মসাত করেছেন। অন্য আসামিরা হলেন, বেক্সিমকো এলপিজির ম্যানেজিং ডাইরেক্টর আহমেদ সায়ান ফজলুর রহমান, এসকর্প হোল্ডিংস লিমিটেডের পরিচালক আহমেদ শাহরীয়ার রহমান, আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালামান ফজলুর রহমান (সালমান এফ রহমান), সাবেক কর্মকর্তা দিপঙ্কর বড়ুয়া, কামরুল ইসলাম চৌধুরী, মুনসী ছরোয়ার জান, দিলিপ কুমার দাস, চন্দন কুমার দাস, আনোয়ার হোসেন চৌধুরী ও ফরিদ উদ্দিন আহমেদ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net