
পাঁচ দফা দাবি আদায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে শুধু হাসপাতালের আউটডোরে (বহির্বিভাগ) চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাবেয়া বেগম জানান, এ দিন সকালে নরসিংদী থেকে ঢাকা মেডিকেলে আসেন। এসেই পড়েন বিপাকে। টিকিট পেলেও ডাক্তার দেখাতে পারেননি। ডাক্তার না দেখিয়েই চলে যেতে হচ্ছে তাকে। আগে থেকে জানলে এত দূরের পথ পেরিয়ে আসতেন না। হাজারীবাগ থেকে আসা রোগী শাফিন আলম জানান, বেশ কিছুদন ধরে ঠান্ডা জ্বরে ভুগছেন। চিকিৎসার জন্য হাসপাতালে এসে দেখেন টিকিট কাউন্টারসহ চিকিৎসকদের কক্ষ বন্ধ। ডাক্তার না দেখিয়েই চলে যেতে হচ্ছে। এরকম অনেকেই ফেরত যাচ্ছেন। হাসপাতালের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন, সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সব বিভাগ খোলা ছিল। সাড়ে ১১টার পরে হঠাৎ করে চিকিৎসকরা এসে টিকিট কাউন্টারসহ সব কার্যক্রম বন্ধ করে দেন। এরপর থেকেই চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। অনেক রোগীকে ডাক্তার না দেখিয়েই ফেরত যেতে হচ্ছে।