ট্রেনের যাত্রী জিম্মি উদ্ধারে গিয়ে ২০ সেনা নিহত

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০২:১৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০২:১৫:১৫ অপরাহ্ন
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জিম্মি হওয়া ট্রেনের যাত্রীদের উদ্ধার করতে গিয়ে এখন পর্যন্ত ১১ সেনা নিহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির জঙ্গিরা। গতকাল মঙ্গলবার সকালের দিকে জঙ্গিরা ‘জাফর এক্সপ্রেস’ নামে ওই ট্রেনে গুলি ছোড়ে সেটিকে থামিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। এরপর ট্রেনটির যাত্রীদের উদ্ধার করতে যায় সেনাবাহিনী। সেনাদের নিহত হওয়ার ব্যাপারে বেলুচ লিবারেশন আর্মি বলেছে, ১১ সেনা নিহত হয়েছে এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ১৮০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়েছে। আমাদের যোদ্ধারা জাফর এক্সপ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে পাকিস্তান সেনাবাহিনীকে উদ্ধার অভিযান বন্ধ করার হুমকি দিয়েছে বেলুচ সন্ত্রাসীরা। তারা বলেছে, যদি ড্রোন থেকে হামলা বন্ধ না করা হয় তাহলে এক ঘণ্টার মধ্যে সব জিম্মিকে হত্যা করা হবে। এ ব্যাপারে জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বেলুচ হুমকি দিয়ে বলেছেন, যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করা হয় তাহলে ১০০ জনেরও বেশি জিম্মি সবাইকে হত্যা করা হবে। এর আগে এক বিবৃতিতে জিয়ান্দ বেলুচ বলেন, যে কোনো ধরনের সামরিক অভিযানের জবাব সমান শক্তিতে দেয়া হবে। এখন পর্যন্ত ছয় পাক সেনা নিহত হয়েছে এবং কয়েকশ’ যাত্রী আমাদের জিম্মায় রয়েছে। বেলুচ লিবারেশন আর্মি এই অভিযানের পূর্ণ দায় নিচ্ছে। বেলুচিস্তানের রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় ট্রেনটিতে হামলা হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। ওই এলাকাটি পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে যেতে বেগ পেতে হচ্ছে। তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে একটি উদ্ধারকারী ট্রেন যাচ্ছে। এতে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net