ভারতের ফিল্মফেয়ারে মনোনীত হলেন বাংলাদেশি তিন তারকা

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১০:৩৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১০:৩৬:৩১ অপরাহ্ন
বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানিয়ে সাত দশক ধরে অনুষ্ঠিত হচ্ছে ফিল্মফেয়ার পুরস্কার। এটি দেয়া হয় মুম্বাইয়ে। সময়ের সঙ্গে সঙ্গে আয়োজনটির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে। এটি ছড়িয়েছে বিভিন্ন অঞ্চলের চলচ্চিত্র শিল্পেও। এটি কলকাতায় অনুষ্ঠিত হয় ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ শিরোনামে। সেই ধারাবাহিকতায় আসছে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের আসরটি। এই আয়োজনে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বাছাই করা হবে। এবার সেই মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিন তারকা- জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। তারা তিনজনই ২০২৪ সালে কলকাতার সিনেমায় অভিনয় করেছেন। তাদের মধ্যে মূল বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। তিনি ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন। তার সাথে মনোনয়ন তালিকায় আছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানি মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)। ফিল্মফেয়ার মঞ্চে জয়া আহসান এক পরিচিত নাম। বহু বছর ধরে তিনি টালিউডে কাজ করছেন এবং প্রায় প্রতিবছরই মনোনয়ন তালিকায় তার নাম থাকে। তিনি চারবার পেয়েছেনও পুরস্কারটি। এবার জয়ার সামনে পঞ্চম পুরস্কারটি জিতে নেয়ার সুযোগ। চঞ্চল চৌধুরী সৃজিত মুখার্জি পরিচালিত কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ অভিনয় করেন। এ ছবি দিয়ে তিনি কলকাতার সিনেমায় যাত্রা করেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এ সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। তিনি মূল সমালোচক বিভাগে মনোনয়ন পেয়েছেন। একই বিভাগে অভিনেতা মোশাররফ করিমও ‘হুব্বা’ সিনেমায় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন। এই বিভাগে মোশাররফ ও চঞ্চলের সাথে আরও মনোনয়ন পেয়েছেন আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন সেন (মানিকবাবুর মেঘ), এবং পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন)। মনোনীতদের নাম দেখেই আঁচ করা যাচ্ছে, সেরার পুরস্কার জিতে নিতে বেশ বেগ পোহাতে হবে দুই বাংলাদেশি তারকাকে। এই মনোনয়নগুলো কলকাতার টালিউডে বাংলাদেশের শিল্পীদের গুরুত্ব ও ইতিবাচক প্রভাবের পরিচয়ই বহন করছে। গেল কয়েক বছরে আরও অনেক তারকাই ভারতের বাংলা ছবিতে শুভযাত্রা করেছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net