
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য। গতকাল সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। সারাহ কুক বলেন, ফলপ্রসূ বৈঠক হয়েছে সিইসি ও তার টিমের সঙ্গে। এই মুহূর্তে এখানে তার টিমের সঙ্গে কাজ করাটা একটা সুযোগ। আপনারা জানেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চাই আমরা। এ সময় আজকে আর কোনো প্রশ্ন নয় বলেও সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের রাজনৈতিক ও শাসনব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেটও ছিলেন। আগামী ডিসেম্বরে সংসদ ভোটের টার্গেট নিয়ে প্রস্তুতি নিচ্ছে কমিশন। এক্ষেত্রে বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলো সহায়তার জন্য এগিয়ে আসতে শুরু করেছে। ইউএনডিপি এরই মধ্যে ভোটের উপকরণ দিয়ে সহায়তা করছে।