গাজীপুরে আগুনে পুড়েছে স্কুল-বাসাবাড়ি-দোকান

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১১:২৫:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১১:২৫:২৯ পূর্বাহ্ন
গাজীপুর প্রতিনিধি গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরাচালা ও মাওনা এলাকায় আগুন লেগে পুড়ে গেছে স্কুল, বাসাবাড়ি ও দোকানপাট। গত রোববার রাতে পৃথক দুটি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, বহেরাচালা এলাকায় রাত ১১টার দিকে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পাশের আরও ৬টি দোকান ও বাসাবাড়ির দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীর ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৭টি দোকান, বাসাবাড়ির দুটি কক্ষ এবং মালপত্র ও আসবাবপত্র পুড়ে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে মাওনা এলাকায় রাত ১টার দিকে মাওনা ক্যামব্রিয়ান স্কুলে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্কুলের ৫টি কক্ষ চেয়ার, টেবিল ও সিলিং পুড়ে গেছে। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net