আইপিএলে নিষেধাজ্ঞার মুখে পড়লেন হ্যারি ব্রুক

আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১০:১০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১০:১০:৩৬ অপরাহ্ন
টানা দ্বিতীয়বার আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকলেও ব্যক্তিগত কারণে তিনি আইপিএল ২০২৫-এ অংশ নেবেন না। এই সিদ্ধান্তের ফলে তিনি দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ হতে পারেন। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ব্রুক বলেন, ‘আমি অনেক ভেবে-চিন্তে কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছি। দিল্লি ক্যাপিটালস ও তাদের সমর্থকদের প্রতি আমার আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ইংল্যান্ডের হয়ে খেলা আমার প্রধান লক্ষ্য এবং আগামী সিরিজগুলোর জন্য নিজেকে প্রস্তুত করতে চাই।’ ২০২৪ সালে দাদির মৃত্যুর কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্রুক। এবারও আসর শুরুর আগেই নাম প্রত্যাহার করায় তাকে ২০২৫ ও ২০২৬ আসরে নিষিদ্ধ করা হতে পারে। আইপিএলের নিয়ম অনুযায়ী, ‘যে কোনো ক্রিকেটার নিলামে নাম লেখানোর পর যদি মৌসুম শুরুর আগে নিজেকে সরিয়ে নেয়, তাহলে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হবে, যদি না সেটা চোট বা স্বাস্থ্যজনিত কারণে হয়।’ ২৬ বছর বয়সি ব্রুক বর্তমানে ইংল্যান্ডের সম্ভাব্য সীমিত ওভারের অধিনায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন, বিশেষ করে জস বাটলারের উত্তরসূরি হিসেবে। ইংল্যান্ডের সামনে ভারত সিরিজ ও আসন্ন অ্যাশেজ থাকায় ব্রুক তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে গুরুত্ব দিচ্ছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net