মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গত রোববার ইতিহাস গড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বাংলাদেশের ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম দল হিসেবে ৪২২ রান করে। কিন্তু এক রাতের পরই গতকাল সোমবার আবার বদলে যায় হোম অব ক্রিকেটের উইকেট। মাত্র ৬৯ রানে অলআউট হওয়ার বিব্রতকর রেকর্ড শাইনপুকুর ক্রিকেট ক্লাবের। লক্ষ্য তাড়ায় নেমে ১০ ওভারের আগেই রুপগঞ্জকে ১০ উইকেটে ম্যাচ জেতালেন তামিম-সাইফ। লিজেন্ডস অফ রুপগঞ্জের কাছে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শাইনপুকুর ক্রিকেট ক্লাব গুটিয়ে যায় মাত্র ৬৯ রান করতে। উইকেটের পতন হওয়াটা যে এই মাঠে নিয়মিত চিত্র; আবারও প্রমাণ করে দিলেন শাইনপুকুরের ব্যাটাররা। আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন দলের প্রায় সবাই। ২৫.৫ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় তারা। জবাবে ৯.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে সহজ জয় তুলে নেয় লিজেন্ডস অব রুপগঞ্জ। যে মাঠে আগের দিন প্রাইম ব্যাংক করেছিল ৪২২; একই মাঠে পরদিন সকালে ম্যাচে নেমে শাইনপুকুর অল-আউট মাত্র ৬৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রানের ইনিংস আসে ওপেনার মইনুল ইসলাম তন্ময়ের ব্যাট থেকে। এছাড়া আর কেবল ৩ জন পৌঁছাতে পারেন দুই অংকের রানে। রুপগঞ্জের পেসার রেজাউর রহমান রাজা ও স্পিনার তানভীর ইসলাম দখলে নেন ৩টি করে উইকেট। এরপর তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটে হারাল লিজেন্ডস অব রুপগঞ্জ, হাতে বাকি ছিল ৪০.৩ ওভার। অপরাজিত থাকা দুই ওপেনারের মধ্যে সাইফ হাসান করেছেন ৩৯। তানজিদ তামিম রীতিমতো ঝড় বইয়ে দেন, ২০ বলের ইনিংসে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় রান করেছেন ৩৫।