টঙ্গী-বিমানবন্দর এলাকা থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার

আপলোড সময় : ১৫-০৫-২০২৪ ১২:৩১:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৪ ১২:৩১:২২ অপরাহ্ন
টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী ও রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের ছিনতাইকারী বলছে র‌্যাব। র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুরের মো. শাহ্ আলম (১৮), ময়মনসিংহের মো. রাসেদুল ইসলাম (১৮), শেরপুরের সাকিল (২০), সিলেটের হৃদয় হোসেন (২২), নেত্রকোণার মো. রফিক (২২), পাবনার মো. রাসেল (২৪) ও জামালপুরের মো. শেখ ফরিদ (৩৪)। মাহফুজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজধানীর বিমানবন্দর থানা এবং টঙ্গী পশ্চিম থানায় এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপনে খবর পায় র‌্যাব। “পরে ওইসব এলাকায় অভিযান চালিয়ে সাত ছিনতাইকারীকে আটক এবং তাদের কাছ থেকে সাতটি ছুরি ও নগদ ২ হাজার ১০০ টাকাসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।” তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net