
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পারভেজ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে তার বন্ধু আতিকুরকে (২২) আহত করা হয়। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের মালতিনগর খন্দকারপাড়ার উল্কা মাঠ সংলগ্ন আর্ট কলেজের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত পারভেজ পেশায় রাজমিস্ত্রি। তিনি মালতিনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। আহত আতিকুর মালতিনগর নতুনপাড়ার আবদুল হকের ছেলে। আতিকুর বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর বাড়ি থেকে আনুমানিক ৩০০ গজ অদূরে আর্ট কলেজের সামনে পারভেজ ও তার বন্ধু আতিকুরের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পারভেজের মৃত্যু নিশ্চিত হওয়ার পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। বগুড়ার বনানী ফাঁড়ির উপপরিদর্শক ফজলে এলাহী বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। হত্যায় জড়িতদের শনাক্ত করা এখনও সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
বগুড়ায় পারভেজ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে তার বন্ধু আতিকুরকে (২২) আহত করা হয়। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের মালতিনগর খন্দকারপাড়ার উল্কা মাঠ সংলগ্ন আর্ট কলেজের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত পারভেজ পেশায় রাজমিস্ত্রি। তিনি মালতিনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। আহত আতিকুর মালতিনগর নতুনপাড়ার আবদুল হকের ছেলে। আতিকুর বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর বাড়ি থেকে আনুমানিক ৩০০ গজ অদূরে আর্ট কলেজের সামনে পারভেজ ও তার বন্ধু আতিকুরের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পারভেজের মৃত্যু নিশ্চিত হওয়ার পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। বগুড়ার বনানী ফাঁড়ির উপপরিদর্শক ফজলে এলাহী বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। হত্যায় জড়িতদের শনাক্ত করা এখনও সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।