যা কারণে মায়ের জন্মদিন পালন করে সমালোচনার শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা

আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০৭:৩৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০৭:৩৪:৪৬ অপরাহ্ন
প্রিয়াঙ্কা চোপড়া কেবল বলিউড নয়, হলিউডেও তার অভিনয়ের প্রশংসা করেন সিনেমাপ্রেমীরা। তার জীবনের নানা ঘটনা নেটিজেনরা জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন। তবে অনেকেরই অজানা প্রিয়াঙ্কা তার বাবার মৃত্যুর মাত্র ৬ দিন পরেই তার মায়ের জমজমাট জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা কেবল তার কাজের মাধ্যমেই নয়, অভিনেত্রীর চিন্তাভাবনাও ছিল অনেকের থেকে আলাদা। তাই বাবার মৃত্যুর পর একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা। যা হয়ত বা অনেকে ভাবতেই পারবেন না। যে কারণে পরিবারের লোকেরাই তাকে নিয়ে নানা সমালোচনা করেছিলেন। এই ঘটনা অভিনেত্রীর মা মধু চোপড়া নিজেই শেয়ার করেছিলেন। তিনি জানান, কীভাবে প্রিয়াঙ্কা তার বাবা অশোক চোপড়ার মৃত্যুর পরপরই মায়ের প্রথম জন্মদিন পালন করেছিলেন। কারণ, একটাই মায়ের মুখে হাসি ফিরিয়ে আনা। মধু বলেন, ‘অশোক চোপড়ার মৃত্যুর পরপরই পার্টির আয়োজন করার জন্য তার কিছু আত্মীয়স্বজন প্রিয়াঙ্কার সমালোচনা করতে শুরু করেন।’ প্রিয়াঙ্কার মা মধুর কথায়, ‘আমার জন্মদিন ১৬ জুন। আমার বয়স যখন ৬০, তখন ও আমার জন্মদিনের একটা বড় পার্টির আয়োজন করেছিল। আমার স্বামীর অসুস্থতার কারণে পুরো পরিবার সেই সময় এমনিতেই উপস্থিত ছিলেন। এরপর তিনি মারা যান। সেই সময়টা খুবই কষ্টে কেটেছে দিন। কিন্তু প্রিয়াঙ্কা সেই বছর আমার জন্মদিন পালনের ব্যাপারে অনড় ছিলেন। এবং সব আত্মীয়কে থেকে যেতে বলেছিলেন। কারণ, ওর বাবাও এমনটাই চাইতেন।’ প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়ার বাবা অশোক চোপড়া দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ২০১৩ সালে মারা যান। অশোক চোপড়া ভারতীয় সেনাবাহিনীর একজন চিকিৎসক ছিলেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net