সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুকিèণী

আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০৭:৩৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০৭:৩৩:৫৯ অপরাহ্ন

সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় তিনটি পুরস্কার পেয়েছে বাংলা সিনেমা বিনোদিনী। শুধু তাই নয় দর্শকপ্রিয় টালিউডের এ সিনেমাটির জন্য অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ডের পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুকিèণী মৈত্র। আর বিনোদিনীর জন্য বেস্ট ডিরেক্টরের খেতাব পেয়েছেন রামকমল মুখার্জী। পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা। রিঅ্যাকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউজফুল শো ও তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি।’ তিনি আরও বলেন,‘রুকিèণী ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল। তাই বেশ কয়েকটা বিভাগে এভাবে স্বীকৃতি পাওয়া দারুণ আনন্দ দিয়েছে। ছবির কস্টিউম, সিনেমাটোগ্রাফিও সকলের পছন্দ হয়েছে।’ এদিকে খুব তাড়াতাড়ি তারপরের বাংলা ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ নিয়ে আসছেন রামকমল মুখার্জী। পরের কাজ প্রসঙ্গে তিনি বলেন, আমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটা হয়ে গিয়েছে। বিনোদিনীর থেকে একেবারে ভিন্ন মেজাজের এ ছবি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net