
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন শাহনাজ বেগম ও সিরাজুল ইসলাম নামে এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গত রোববার সকালে আহত শাহনাজ বেগমের ভাই আল-আমিন খাঁন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
আল-আমিন খাঁন জানান, তার বোন জামাই সিরাজুল ইসলামের সঙ্গে কাঞ্চন খাঁপাড়া এলাকার আশিক, অনিক ও জাহিদুল ফকিরদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আশিক, অনিক, জাহিদুল ফকির, হারুন ফকির, সিফাত, জুনায়েত, নিপা, দীপাসহ অজ্ঞাত ৪/৫ জন রামদা, কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিরাজুল ইসলামের বাড়িতে প্রবেশ করে হামলা ভাঙচুর চালাতে থাকে। এসময় বাড়িতে থাকা শাহনাজ বেগম বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় খবর পেয়ে শাহনাজের স্বামী সিরাজুল ইসলাম বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তারা নগদ ১৭ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন হুমকি ধামকি দিয়ে চলে যায়।
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন শাহনাজ বেগম ও সিরাজুল ইসলাম নামে এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গত রোববার সকালে আহত শাহনাজ বেগমের ভাই আল-আমিন খাঁন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
আল-আমিন খাঁন জানান, তার বোন জামাই সিরাজুল ইসলামের সঙ্গে কাঞ্চন খাঁপাড়া এলাকার আশিক, অনিক ও জাহিদুল ফকিরদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আশিক, অনিক, জাহিদুল ফকির, হারুন ফকির, সিফাত, জুনায়েত, নিপা, দীপাসহ অজ্ঞাত ৪/৫ জন রামদা, কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিরাজুল ইসলামের বাড়িতে প্রবেশ করে হামলা ভাঙচুর চালাতে থাকে। এসময় বাড়িতে থাকা শাহনাজ বেগম বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় খবর পেয়ে শাহনাজের স্বামী সিরাজুল ইসলাম বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তারা নগদ ১৭ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন হুমকি ধামকি দিয়ে চলে যায়।