বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আপলোড সময় : ১৫-০৫-২০২৪ ১১:৪৪:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৪ ১১:৪৪:৫৫ পূর্বাহ্ন
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অস্থিরতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপজেলা নির্বাচন বর্জনের ব্যাপারে জনসচেতনা সৃষ্টিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। সুষ্ঠু ভোটে তারা বিশ্বাস করে না। গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতায় আছে তারা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিছু না বললেও ওবায়দুল কাদের খুব উত্তেজনার ভেতরে আছেন। তাদের উত্তেজনা কোনো ভাবেই প্রশমিত হচ্ছে না। ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন। ভয়ে তারা প্রলাপ বকছেন।’ ‘বিএনপির নেতারা মনে করছেন লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন’- ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘বিএনপির নেতারা কোথাও এ বিষয়ে কিছু বলেননি। ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে প্রলাপ বকছেন। মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন।’ তিনি বলেন, ‘সরকার অংশগ্রহণ নির্বাচনের কথা বলেন, অথচ ৭ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ২৫/২৬ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছিল। সে নির্বাচনে অন্য কোনো দল অংশ নেয়নি। জনগণও তাদের ভোট দিতে যায়নি। গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছেন।’ রিজভী বলেন, ‘বাংলাদেশে ব্যাংকের গভর্নর বলেছেন, সবদিক থেকে বাংলাদেশ ধ্বংসের কিনারা এসে পৌঁছেছে। উপদেষ্টা তৌফিক ইলাহী বলেছেন বর্তমান অর্থনীতি ধ্বংসের জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছেন। তাদের এরকম বক্তব্যে বোঝা যায়- দেশ ধ্বংসের দ্বারপ্রারন্তে। সুতরাং জনগণকে মিথ্যা বলে বিভ্রান্ত করা যাবে না। তাদের প্রত্যেকটি কাজ হচ্ছে অবৈধ। এতে জনগণের রায় নেই।’
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net