একটা উসিলা ধরে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চলছে-মির্জা আব্বাস

আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ১২:০৫:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ১২:০৫:২২ পূর্বাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের বাইরে এবং ভেতরে থেকে এক শ্রেণির লোক বিএনপির সঙ্গে আলেম-ওলামাদের দূরত্ব, বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে উলামা-মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে।’ গতকাল রোববার রাজধানীর লেডি ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আলেম-উলামা ও এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি বলেন, ‘এখন নতুন দল এসেছে, আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না। আমি বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনও বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কী? আপনার বুঝেছেন কিনা জানি না? অর্থাৎ একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে খেয়াল রাখবেন।’ কোনও দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, ‘আপনাদের মতো এরকমই পোশাক পরা একশ্রেণি তাদের বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনারা ওদের একটু সামাল দেবেন।’ তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।’ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইফতারে রাজধানীর দুটি মাদ্রাসা থেকে অন্তত ৮০ জন শিশু এতিম ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। রাজধানীর কয়েকটি মসজিদের ইমাম ও খতিবরাও ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনি, অমলেন্দু অপু, জন গোমেজ প্রমুখ।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net