সারাবছর সুলভ মূল্যে পণ্য বিক্রয় করা হবে-ফরিদা আখতার

আপলোড সময় : ০১-০৩-২০২৫ ১১:৫৬:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৫ ১১:৫৬:৫৩ অপরাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সারাবছর সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের কাছে এ পণ্য পৌঁছিয়ে দেওয়া হবে।
গতকাল শনিবার বিকেলে রমজান উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসভা চত্বরে এ বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় ৩৮ টাকা হালি ডিম, ২৫০ টাকা কেজি ব্রয়লার মুরগি, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস ও ৮০ টাকা লিটার হিসেবে দুধ বিক্রি করা হয়।
তিনি বলেন, কৃষি ব্যাংকের মতো মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে তারা সন্তুষ্ট হয়ে সেটি বাংলাদেশ ব্যাংকে দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক যদি স্বীকৃতি দেয় তাহলে দ্রুত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংকের কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ দুটি একত্রে থাকে। কিন্তু আমাদের দেশে কেন যে আলাদা সেটি বুঝি না। কৃষি জমিতে যে কিটনাশক দেওয়া হয় সেটি মাছ এবং গরু-ছাগলের জন্য ক্ষতিকর। যারা পশু পালন করেন তাদের খেয়াল রাখা উচিৎ যেন ওই খামারের আশপাশে যাতে কেউ জমিতে কিটনাশক দিতে না পারে।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net